ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে উপজেলার উত্তর মগড়গ্রামসংলগ্ন সুগন্ধা নদী থেকে অর্ধগলিত ও বিবস্ত্র লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীর ভাঙনে আটকেপড়া কচুরিপানার মধ্যে লাশটি দেখতে পার। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, ধারণা করা হচ্ছে— লাশটি ভাসতে ভাসতে এসে ওই স্থানে আটকা পড়ে। অর্ধগলিত ও বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের মুখমণ্ডল বিকৃত ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নলছিটি থানা একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।