রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

ফের বাড়লো স্বর্ণের দাম

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ২২ আগস্ট, ২০২২

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর চার দিন পর আবারও বাড়ানো হয়েছে। ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বেড়েছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম ৮৩ হাজার ২৮০ টাকা হয়েছে। আগামী সোমবার (২২ আগস্ট) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের দামের পাশাপাশি স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, স্বর্ণের অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা (এক ভরিতে ১১ দশমিক ৬৬ গ্রাম) মজুরি নিতে হবে। সে হিসাবে এক ভরি স্বর্ণের অলংকারের মজুরি পড়বে সাড়ে তিন হাজার টাকা। এতে মজুরিসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ অলংকার কিনতে ক্রেতাদের কমপক্ষে ৮৬ হাজার ৭৮০ টাকা গুনতে হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ২৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৯৩ টাকা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১১৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ২২০ টাকা করা হয়েছে।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে গত ১৭ আগস্ট ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৩০১ কমিয়ে ৮১ হাজার ৯৯৭ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২১৩ টাকা কমিয়ে ৭৮ হাজার ৩২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৭৪২ টাকা কমিয়ে ৬৭ হাজার ১২৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৬৮২ টাকা কমিয়ে ৫৫ হাজার ২৮৭ টাকা করা হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৫৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩০১ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩৯ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৪৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫৬৪ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৯৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ২৬৪ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৯৫৯ টাকা করা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট সর্বশেষ প্রতিভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৬৭ হাজার ৩৯৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৫ টাকা করা হয়।

তার আগে গত ২৯ জুলাই ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৭৭ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৬৬ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়।

এদিকে গত ২৬ জুলাই দেশে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৪ হাজার ৫৬০ টাকা। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দামের বিষয়ে কোনো তথ্য জানায়নি বাজুস।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতিভরির দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৩ হাজার ২১৯ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে করা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে।

গত ৭ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয় ৭৮ হাজার ৩৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৪ হাজার ১৫২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৫৯ টাকা কমিয়ে ৫৩ হাজার ৪৭৯ টাকা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102