বরিশালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হাওলাদার (৪৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।
তিনি চরমোইর ইউপির ডিঙ্গামানিক গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, দুই মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন কামাল। দেশে ফিরে ডিঙ্গামানিক গ্রামে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। দুপুরে পাম্প দিয়ে নির্মিতব্য ঘরের দেওয়ালে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুস্পৃষ্ট হন কামাল। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, তার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।