টানা প্রায় দুই মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার শিমুলিয়া ঘাট থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে পুনরায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।
বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) পুনরায় এই নৌযানগুলো চালু করার ব্যবস্থা গ্রহণ করে।
স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি নিরসনের পাশাপাশি এবং ঘাটমুখী বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ঘাট ব্যবস্থাপনায় প্রাণ ফিরিয়ে আনা ও ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ থেকে নৌযান চালুর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের সঙ্গে শিমুলিয়া ঘাটমুখী বিভিন্ন লোকাল বাস মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব ইজারাদাররা একমত হয়েছেন। শুরুতে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৩০-৪০ স্পিডবোট চলাচল করবে।
উল্লেখ, গত ২৬ জুন থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলে কার্যত অচল হয়ে পড়ে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুট। এ কারণে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় চলাচল শুরু হলো।