শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
প্রধান সংবাদ :

বরিশালে ১৫ মৃৎ শিল্পী কে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বরিশালে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের ১৫ জন মৃৎশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে । রবিবার দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমি তে এই সম্মাননা তুলে দেন বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর, ড. মো. ছাদে কুল আরেফিন।

সম্মাননা অনুষ্ঠানে আজীবন ক্যাটাগরি তে, শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্মাননা পেয়েছেন, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের তরনি পাল ও একই ক্যাটাগরি তে, পি অ্যান্ড পি গ্রুপের সম্মাননা পেয়েছেন, পটুয়াখালি জেলার বাউফল উপজেলার রাজ্যেশ্বর পাল। নারী গুণরাজ ক্যাটাগরিতে, শিল্পী চিত্ত হালদার মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন, বরিশাল নগরির সুইটি পাল, শখের হাঁড়ি ক্যাটাগরিতে ক্রেফটস ভিলেজেস লি: মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন, রাজশাহীর সুশান্ত কুমার পাল, গুণরাজ ক্যাটাগরি তে শহিদ কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবু মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নিতাই পাল, গুণরাজ ক্যাটাগরিতে সংগ্রামী সুধীর সেন মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন বরিশাল জেলার, বাকেরগঞ্জ উপজেলা কলসকাঠি গ্রামের রুপক পাল, শিল্পী বলহরি সাহা মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন , বরিশালের নগরির গৌরাঙ্গ চন্দ্র পাল, সাথী রানী দে মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন, পিরোজপুরের বিনোদ পাল , অনিমা রানী খাঁ মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কার্তিক পাল, দৈনিক শাহনামা মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন বরিশাল জেলার, বাকেরগঞ্জ উপজেলা কলসকাঠি গ্রামের সুমন পাল, ঘটশিল্পী ক্যাটাগরিতে মঙ্গল শোভাযাত্রা গবেষনা ও প্রচার কেন্দ্র মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন, আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের আরতি পাল, ডাঃ এস সি রায় মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন হিমানন্দকাঠি গ্রামের অঞ্জনা রানী পাল, পুতুল ক্যাটাগরি তে শৈলবালা ঘোষ মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন, টাঙ্গাইলের শোভা রানী পাল, মৃৎপাত্র বিভাগে,এস এস হেলেনচা মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এর কানন রানী পাল, প্রচার বিভাগে রাজ্জাক মমতাজ সেবা সংগঠন মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন প্লাবনি ইয়াসমিন। আজীবন ক্যাটাগরি তে নগদ দশ হাজার টাকা ও সাধারন ক্যাটাগরি তে নগদ পাচ হাজার সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় l

রাখাল চন্দ্র দে র সভাপতি তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী মোজাম্মেল হোসেন, ডাঃ. বলহরি সাহা, শাহ সাজেদা , সৈয়দ দুলাল, ভানু লাল দে, স্থপতি মিলন মণ্ডল। এর আগে সোমবার বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দুই দিনের মেলা ও প্রদর্শনির শুভ উদ্বোধন করেন। মেলা ও সম্মাননা অনুষ্ঠানে রাজশাহী, টাঙ্গাইল, বাউফল সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় দুশো মৃৎশিল্পী অংশ নেয় l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102