শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
প্রধান সংবাদ :

২৪ টি সোনার বারসহ, হিলিতে ৫ বাংলাদেশি আটক।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৪টি সোনার বারসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সংস্থা।

বুধবার (১৯ অক্টোবর) উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের নিমাই দাসের ছেলে মনোরঞ্জন দাস, শামসুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, একই জেলার ঘিওর উপজেলার নয়াচর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন, রামদিয়ানালী গ্রামের মোতালেব মোল্লার ছেলে জসিম উদ্দীন ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লোকিহার পাড়ার আজগর আলীর ছেলে মতিয়ার রহমান।

হিলি কাস্টমস গোয়েন্দা সংস্থার রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান। বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে পাঁচজনকে আটক করেন।

পরে কাস্টমস গোয়েন্দা অফিসে এনে তাদের শরীর তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102