স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিমেলকে সংবর্ধনা দিয়েছে বরিশালের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে বরিশালে আসেন তিনি। তার বরিশালে আগমন উপলক্ষে আগে থেকেই বরিশাল বিমানবন্দরে নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছো জানান বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে নিয়ে এক মোটর শোভাযাত্রা করে ছাত্রদলের নেতা-কর্মীরা। মোটর শোভাযাত্রাটি বরিশাল বিমানবন্দর থেকে শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদররোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হয়দার বাবুল, বরিশাল মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাইমুল হোসেন সোহেল, সবুজ আকন, আসিফ আল মাসুম, সোহেল খান অভি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি, মুশফিক রহমান অভি, সহ-সভাপতি মাহমুদ হাসান আওলাদ,তুহিন হাওলাদারসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় নেতৃবন্দ বলেন, সালাউদ্দিন হিমেল বরিশালের কৃতি সন্তান। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরমধ্য দিয়ে বরিশালে ছাত্রদলের রাজনীতিসহ কেন্দ্রীয় পর্যায়ে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আমরা মনে করি। আগামী দিনের আন্দোলন আরও বেগবান হবে। এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা সালাউদ্দিন হিমেল বলেন,দেশনেত্রী খালেদাজিয়ার নিঃশর্ত মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসরনীয় মূল্য বৃদ্ধি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ নভেম্বর বরিশালের মহাসমাবেশ হবে। আমাদের বরিশালের গর্ব কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নেতৃত্বে এই সমাবেশ থেকই ফ্যাসিস্ট সরকারের পতনের ডাক শুরু হবে ইনশাআল্লাহ। এসময় মহাসমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন হিমেল।