শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
প্রধান সংবাদ :

গয়েশ্বরের বাড়িতে পুলিশের অভিযান।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

আগামী ২২ অক্টোবর বিভাগীয় গণসমাবেশ সফল করতে বৃহস্পতিবার খুলনায় এসেছেন স্থায়ী কমিটির সদস্য ও বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মহানগর বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন।

রাত সাড়ে ৮টার পর তিনি নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার একটি বাসায় অবস্থান করেন। সেখানে তার রাতে থাকার কথা ছিল। গয়েশ্বর চন্দ্র বাসায় থাকা অবস্থায় বিভিন্ন নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় ওই বাসায় অভিযান চালায় পুলিশ। অন্তত ১০-১২ জন নেতাকর্মীকে আটক করে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহীর।

আরও জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায় নিরাপত্তার কথা বিবেচনা করে হোটেলে না থেকে মোরেলগঞ্জের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী খাইরুজ্জামান শিপনের বাসায় রাতে থাকার কথা ছিল। বসুপাড়ায় অবস্থিত শিপনের বাসার নাম কাজী ম্যানশন। গয়েশ্বর সেখানে যাওয়ার পর নেতাকর্মীরা তার কাছে সাক্ষাতের জন্য গেলে বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। এরপর সেখান থেকে গয়েশ্বর ছাড়া সব নেতাকর্মীকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102