রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

সারাদেশে আবহাওয়ার পরিস্থিতি, অবনতি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

পাঁচদিনে সারাদেশে আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে

সাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আরও ঘণীভূত হয়ে সারাদেশের আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। শুক্রবার (২১ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।

এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিনত হতে পারে।
এ অবস্থায় শনিবার (২২ অক্টোবর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।

আগামী দুদিনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে অবনতি হতে পারে সারাদেশের আবহাওয়া পরিস্থিতির।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে- কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ করতে মানা করা হয়েছে।

আগামী দুদিনে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102