ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে বরিশাল দক্ষিণাঞ্চলের ছয়টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. মাছুম । এর ফলে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে। নদীর তীরবর্তী নিম্মাঞ্চালে এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি উঠেছে। কিছু কিছু এলাকার বসত ঘরেও ঢুকে পড়েছে বন্যার পানি। প্রকৌশলী মো. মাছুম আরো জানিয়েছেন, বরিশালসহ ৭টি জেলা এবং উপজেলা সংলগ্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ‘বরিশাল কীর্তনখোলা, ভোলা সদরের তেতুলিয়া, দৌলতখানের সুরমা-মেঘনা, তজুমদ্দিনের সুরমা-মেঘনা, ঝালকাঠির বিষখালী, বরগুনার বিষখালী ও পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিটি নদীর পানি বিপৎসীমার সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ৬৭ সেন্টিমিটার পর্যন্ত বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে বরিশাল জেলা ও নগরী ব্যতিত বিভাগের সকল জেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন। এছাড়া ৫ জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ।