ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে ২৪ ঘণ্টায় ২৬০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ের মধ্যে ৪৫ কিলোমিটার বেগে সর্বোচ্চ বাতাস বয়ে গেছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস। তিনি বলেন, সোমবার বিকেলের দিকে বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, যা সন্ধ্যার পরেও অব্যাহত রয়েছে। টানা বৃষ্টি ও ঠাণ্ডা বাতাসের কারণে দিনের চেয়ে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে টানা বৃষ্টিতে বরিশাল নগরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট তলিয়ে গেছে। শহর সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী অঞ্চলসহ ফসলি ক্ষেত ও মাছের ঘেরও তলিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ।
অপরদিকে বরিশাল সিটি করপোরেশন থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পাশপাশি বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা সদর দফতরসহ প্রতিটি উপজেলায় একটি করে ১১ টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরী প্রয়োজনে নিম্নোক্ত নম্বরসমূহে ফোন করার জন্য অনুরোধ করা হল-
কন্ট্রোল রুম, বরিশাল – 02478864257, 01318-256302, 01700716720
কন্ট্রোল রুম, সদর উপজেলা, বরিশাল- 01718023139, 01776797622, 02478861113
কন্ট্রোল রুম,বাবুগঞ্জ – 01318256331, 01711158375
কন্ট্রোল রুম, বানারীপাড়া- 01318256333, 01716787175
কন্ট্রোল রুম,আগৈলঝাড়া – 01318256330,01718849366, 01768426816
কন্ট্রোল রুম,বাকেরগঞ্জ – 01700717060, 01732147657
কন্ট্রোল রুম,উজিরপুর- 01916994771, 01641554787, 01712293903