বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার দিনভর নগরীতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন আলী।
এদিকে লিফলেট বিতরণ শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষ তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি পক্ষের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দ তাদের নিবৃত্ত করেন।
দুপুরে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, ভোলা জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, ঝালকাঠী জেলার সভাপতি শফিকুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা সভাপতি মশিউর রহমান মিলন, বরগুনা জেলা সভাপতি মনিরুজ্জামান মনির, পিরোজপুর জেলার সিনিয়র সহসভাপতি মজিবর রহমান শেখ প্রমুখ।
ইয়াসিন আলী বলেন, আগামী ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
পরে নেতৃবৃন্দরা বরিশালের গণসমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে লিফলেট বিতরণ করেন।
সংঘর্ষের বিষয়ে মাহাবুবুর রহমান পিন্টু বলেন, উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা ঝামেলা করেছে।