রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বন্যার্ঢ আয়োজনে বরিশালে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণ্যাঢ্য র‌্যালি সমাবেশ,রক্তদান কর্মসূচি ও সরকার বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরিশাল জেলা (দক্ষিণ) যুবদল ও মহানগর যুবদল।

বৃহস্পতিবার (২৭) অক্টোবর সকাল ১১ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে একর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলুর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৫ই নভেম্বর বরিশালের গণ সমাবেশের প্রচার ও প্রকাশনা বিষয়ক আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,মহানগর সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপি (দক্ষিণ) সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন তালুকদার মেবুল, সাবেক জেলা বিএনপি সম্পাদক এ্যাড আবুল কালাম শাহিন,বরিশাল মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীম, জেলা (দক্ষিণ) যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ,মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জুয়েল, নুরুল আমিন কয়েস সহ বিভিন্ন জেলা ও মহানগর ওয়ার্ড প্রর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন,এই অবৈধ সরকারের মদতদাতারা বরিশালের গণ সমাবেশ বানচাল করার জন্য সাধারন জনগনের দূর্ভোগ সৃষ্টি করে নাটকিয়ভাবে বাস ও লঞ্চ বন্ধ করে দেওয়ার ঘোষনা করেছে।

আমরা সাধারন মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণ সমাবেশের আয়োজন করেছি। এখন আমরা সকলকে নিয়ে জন সমুদ্রের সমাবেশে পরিনত করব। আমাদের ও বরিশাল বিভাগীয় সমাবেশ কোন ষড়যন্ত্র করে বানচাল করতে পারবে না।

পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত শেষে সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে জেলা ও মহানগর যুবদল এক বণ্যাঢ্য র‌্যালি দলীয় কার্যলয় থেকে বেড় করে। র‌্যালিটি নগরীর সদররোড, ফজলুল হক এ্যাভিনিউ সড়ক,দক্ষিণ চকবাজার,লাইন রোড ও সদর রোড হয়ে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। এরপরে দলীয় কার্যলয়ে যুবদলের আয়োজনে ও যুবদল নেতা সুজন হাওলাদার বাবুর সহযোগীতায় এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এবং সেখানে ১৭ ব্যাগ রক্ত সংগ্রহ গর্ববতি মায়েদের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক ১০ ব্যাগ,বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৫ ব্যাগ ও আরিফ মেমোরিয়াল হাসপাতালে ২ ব্যাগ রক্ত হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102