বাউফলে ঘূূূর্ণিঝড়ে বিধ্বস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়
পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড ঘর ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে বিধ্বস্ত হয়েছে। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যহত হচ্ছে।
ঘূর্ণিঝড়ের সময় একটি চাম্বল গাছ বিদ্যালয়ের টিনশেড ঘরের উপর হেলে পড়ে। প্রচন্ড শব্দে আশেপাশের লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়েন।
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. মুসা জানায়, গাছটি অপসারণ না করায় আমরা আতংকে আছি। যে কোন সময় টিনশেড ভবনটি দুর্ঘটনার কারণ হতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমেদ বলেন, ঝড়ে আমার বিদ্যালয়ের টিনশেড ঘর বিধ্বস্ত হয়ে পাঠদান ব্যহত হচ্ছে। এখন এটি মেরামত করার জন্য অন্তত ১ লক্ষ টাকার প্রয়োজন। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।