রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

স্বেচ্ছাসেবী যুব সংগঠন আবিস্কার এর সভাপতি রীতা জেসমিন জাতীয় পর্যায়ে শ্রেস্ঠ যুব সংগঠক নির্বাচিত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২


আমরা বিভিন্ন সামাজিক কাজ রচি/করি – আবিস্কার সংগঠন টি ১৯৯০ সালে ২৮ ডিসেম্বর ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল কিশোর মজলিস এর প্রতিস্ঠাতা একেএম আজহার উদ্দিন এর সুযোগ্য সন্তান আবু বকর ছিদ্দিক সোহেল বরিশালে সমমনা বন্ধুদের নিয়ে প্রতিস্ঠা করেন।

২০০২ সালের শুরু থেকে রীতা জেসমিন আবিস্কার এর সাথে সম্পৃক্ত হয়ে ২০২০ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছে।

১৯৭৬ সালে ঢাকায় জন্ম নেয়া রীতা জেসমিনের গ্রামের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার শিবপুরে। মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৯৯১সালে এস এস সি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্র বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী লাভ করেছে।

ছোট বেলা থেকে শিশু সংগঠন নবাংকুর মেলা, বাংলাূদেশ গার্ল গাইডের হলদে পাখির সাথে যুক্ত হয়ে বর্তমানে বাংলাদেশ গার্ল গাইড এস্যোসিয়েশনের জাতীয় কমিটির রেঞ্জার কমিশনার এবং বাংলাদেশ শিশু কল্যান পরিষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিট, রোটারেক্ট ক্লাব অব ঢাকা (বাংলাদেশের প্রথম ক্লাব) এর প্রাক্তন প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন।

রীতা জেসমিনের সম্পৃক্ততায় আবিস্কার সংগঠন টি নতুন মাত্রা লাভ করে এবং বরিশালে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে।

রীতা জেসমিন এর প্রয়াত বাবা লেখক, অনুবাদক, সাংবাদিক ও ভোলার কৃতি পুরুষ মোস্তফা হারুন।
দেশে বিদেশে বহু সভা, সেমিনার ও কর্মশালায় যুক্ত হয়ে অসংখ্য সম্মাননা, সনদ,ক্রেস্ট পেয়েছেন।
বাংলাদেশ সরকারের এসডিজি অর্জনে দেশের
সুবিধা বঞ্চিত বেকার যুব ও যুব নারীদের কে যুগোপযোগি কাজে দক্ষ করে তৈরী জন্য আবিস্কার এর মাধ্যমে একটি পলিটেকনিক ইনস্টিটিউট, আবিস্কার বিশ্ব বিদ্যালয় ও একটি মাদক নিরাময় কেন্দ্র স্হাপন করার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102