গাজীপুরের কালীগঞ্জে বাবার হাতে সোলাইমান নামে সাড়ে তিন বছরের শিশু খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের জাংগালিয়া দক্ষিণপাড়ার মৃত আব্দুল খালেক শেখের বাড়িতে।
অবুজ শিশু সোলাইমানকে ব্লেড দিয়ে শ্বাসনালি কেটে নৃশংসভাবে হত্যা করেন বাবা। পরে অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে কাজলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
নিহতের মা শিরিনা আক্তার বলেন, আমার স্বামী পরিকল্পিতভাবে ছেলেকে খুন করেছে। পারিবারিক কলহের জেরে প্রায় সময়ই সে আমাকে মারধরসহ প্রাণে মারার চেষ্টা করে আসছিল। আমার ছেলে হত্যার বিচার চাই।
এ বিষয়ে নিহতের ছোট চাচা আলী আকবর শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। রাত ১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তার জেরে শনিবার রাতে স্বামী নূর মোহাম্মদ ওরফে কাজল তার স্ত্রীকে মারধর করে।
একপর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে বলে তোর ছেলেকে খুন করে ফেলব। কিছুক্ষণ পর ছেলের গোংগানির শব্দ শুনে মা শিরিন ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলের রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু ছেলে সোলাইমান শেখের গলাকাটা রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ বলেন, রোববার সকালে নিহত ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।