রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২


বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার? তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। মির্জা ফখরুল সাহেব বসে আছেন টাকার বস্তার উপর। এখন আমাদের আপনি থেকে তুমি বলতে শুরু করেছেন। আগুন নিয়ে খেলছেন, সন্ত্রাস নিয়ে খেলছেন। সামনে বিজয়ের মাস ডিসেম্বর, খেলা হবে।

রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লুটপাট-দুর্নীতির বিরুদ্ধে নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। সামনে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

জেলা শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে বেলা সাড়ে ১১টায় এ সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি।

এর আগে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকি, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসহ স্থানীয় নেতারা।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, গলা ফাটাচ্ছেন বিপ্লব করবেন। আপনার আদর্শ কী? আপনার লক্ষ্য কী? সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন।

সম্মেলনে ওবায়দুল কাদের আগামী তিন বছরের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আব্দুল হাই এমপি এবং সাধারণ সম্পাদক পদে সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আনন্দে মেতে উঠেন। সাড়ে সাত বছর পর অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সবশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102