মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

এসপিকে অবসরে পাঠালেন সরকার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২


চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশের আরেক এসপিকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো ওই পুলিশ কর্মকর্তার নাম আলী হোসেন ফকির। তিনি খুলনা তৃতীয় এপিবিএনের অধিনায়ক ছিলেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

এ নিয়ে পুলিশ ক্যাডারের মোট ছয়জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো হলো। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও চারজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

তাদের আগে তথ্য সচিব মকবুল হোসনকেও চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে অবসরে পাঠায় সরকার।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আলী হোসেনের ব্যাচমেটদের কেউ অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেও তিনি সবশেষ এসপি পদেই দায়িত্ব পালন করছিলেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। কাজ করেছেন ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102