রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মাদক ও নারি ব্যাবসার, অভিযোগ এলাকাবাসীর।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রীর বাড়িতে চলমান অবৈধ দেহব্যবসা ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ভঙ্গানিয়ার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ ও মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীসহ কয়েক শতাধিক লোকজন অংশগ্রহণ করেন। এ সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

জানা গেছে, সান্দিকোনা ইউনিয়নের মুকুন্দাবাদ গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার ৪-৫ বছর ধরে নিজ বাড়িতে নারীদের দেহব্যবসাসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকার লোকজন এ ঘটনার প্রতিবাদ জানালে উল্টো তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন তিনি। এরই প্রতিবাদে ওই নারীনেত্রীর অপকর্ম বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকার লোকজন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সৈয়দা নাছিমা আক্তারের ভাসুর আলী আজগর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. শফিকুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামছুদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, রিপন, ব্যবসায়ী আফাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া সৈয়দা নাছিমা আক্তারের এসব অপকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকার শতাধিক লোকজনের স্বাক্ষরসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.শামছুদ্দিন ১৫ নভেম্বর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দা নাছিমা আক্তার বলেন, রাজনীতির সুবাদে অনেক নারী আমার বাড়িতে আসা যাওয়া করেন। এগুলো এলাকার লোকজন ভালো চোখে দেখেনি। গ্রামের কিছু লোকজন মিলে আমার বিরুদ্ধে মিথ্যা দেহব্যবসা ও মাদক ব্যবসার অভিযোগ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দুয়া সার্কেল স্যারসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102