মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

বিএনপি নেত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে দুইজন। রোববার বিকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন।

মঞ্চে বসা মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনকে মঞ্চ থেকে নামতে বলেন সদস্য সচিব মীর জাহিদুল কবির। এই বাদানুবাদের এক পর্যায়ে দুই জনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হয় ১০ জনের মত নেতাকর্মী। পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি স্বাভাবিক করে।

আফরোজা খানম নাসরিন বলেন, মঞ্চে আমি বসা অবস্থায় মীর জাহিদ আমাকে নেমে যেতে বলে, এরপর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম আমাকে গালাগাল করে। একপর্যায়ে আমার উপর হামলা করে মীর জাহিদ। এই নিয়ে আমার অনুসারীরা ক্ষিপ্ত হলে তাদের উপরও হামলা করা হয়। আমি সহ আমার অনুসারী মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার ও ২২ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ইলিয়াস গুরুত্বর আহত হই।

আমি প্রাথমিক চিকিৎসা নিলেও বাকি দুজনকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহতরা চিকিৎসা নিয়েছে প্রাথমিক ভাবে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, নাসরিনকে মঞ্চ থেকে নেমে যেতে বলায় তার অনুসারীরা ঝামেলা করেছিলো। এছাড়া তেমন কিছু হয়নি।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102