বরিশালের উজিরপুরে যাত্রীবাহি বাসের চাপায় গৌরনদী মডেল থানা পুলিশের এক কনেস্টবল গুরুত্বর আহত হয়েছেন।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে রোববার (২০ নভেম্বর) বিকেলে নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
তিনি জানান, আহত কনেস্টবল মো. রমজান আলীর অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এদিকে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেইসাথে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার ও সুগন্ধা পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপারের কাউকেই আটক করা সম্ভব হয়নি।
আহত পুলিশ কনেস্টবলের সহকর্মী ও স্বজনদের সূত্রে জানাগেছে,আহত পুলিশ কনেস্টবল রেশন আনার জন্য নিজ মোটরসাইকেল চালিয়ে বরিশালে যাচ্ছিলো।
স্থানীয় ও উদ্ধারকারীরা জানান, রোববার (২০ নভেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর এম এ জলিল সেতুর মাঝামাঝি স্থানে মোটরসাইকেল নিয়ে রমজান আলী পৌছান।
ওইসময় বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল চালক রমজানকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে রমজানের ডান পায়ের গোড়ালি অংশ ভেঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।