রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

বান্দরবান বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফট থেকে, গৃহপরিচারিকার রক্তাক্ত লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২


বান্দরবান বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটের ভেতর থেকে সাবেকুন্নাহার (১৩) নামে শিশু গৃহপরিচারিকার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা।

বুধবার রাত থেকেই ভবনে বসবাসরত ব্যবসায়ী সোহেলের বাড়িতে কাজ করা গৃহপরিচারিকা সাবেকুন্নাহার নামে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ভবনের দারোয়ান উপরে উঠার জন্য লিফটের ভিতরে ঢুকলে উপর থেকে রক্ত পড়তে দেখেন। উপরে উঠার সময় হঠাৎ মেয়েটির লাশ লিফটের ভেতরে নিচে পড়ে। এ সময় লিফট থেমে গিয়ে তিনিও ভিতরে আটকা পড়ে গেলে চিৎকার করতে থাকেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে লিফটের ভেতর থেকে প্রথমে দারোয়ানকে জীবিত উদ্ধার করে। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গৃহপরিচারিকা শিশু মেয়েটির লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিশু সাবেকুন্নাহারের বাড়ি বান্দরবানের গোয়ালিয়াখোলা এলাকায়। সে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ব্যবসায়ী সোহেলের বাসায় গৃহপরিচারিকার কাজ করত।

ভবনের দারোয়ান নুরুল আমিন বলে, সকালে লিফটের ভেতরে ঢুকে ওপর থেকে রক্ত পড়তে দেখি। কিছুক্ষণ পর কন্যা শিশুটির লাশ আমার সামনে লিফটের ভেতরে পড়ে। পরে আমি ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) সর্দার মির্জা জহির উদ্দিন জানান, লিফটের ভেতর থেকে কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটি ওখানের একটি বাড়িতে থেকে গৃহপরিচারিকার কাজ করত। লিফটের ভেতর আটকা পড়া দারোয়ানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102