টাঙ্গাইলের ঘাটাইলে কাশতলা ভিটি পাড়া এলাকায় বিএপির কর্মী সমাবেশে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়েছে।এ সময় ঘটনাাস্থল থেকে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক ও ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, গোপন সংবাদে জানতে পারলাম নাশকতার জন্য রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। তাদের মধ্যে একদল উচ্ছৃঙ্খল বিএনপির সমর্থিত লোকজন ৬০নং কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হচ্ছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে যাই,পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে।
এ সময় তারা ২/৩টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে ৭টি অব্যবহৃত বোমা ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ ও অন্যান্য আলামতসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ৯ জন এজাহার নামীয় আসামীসহ পলাতক ৬০/৭০ জনের নামে মামলা দায়ের করা হচ্ছে।
বিএনপি সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় জনসভাকে সফল করতে কর্মী সমাবেশের আয়োজন করে বিএনপি।
শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলি চালিয়েছে।নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে গেছে। অন্য বাড়ি থেকে বালতি এনে পুলিশ ককটেল রেখে গতানুগতিকভাবে নাটক সাজিয়েছে।’