মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

রুমিন ফারহানা বলেছেন, ১২ বছর ধরে শুনছি উন্নয়ন হচ্ছে, কিন্তু পরীক্ষায় আসলো দুর্ভিক্ষ!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গত ১২ বছর ধরে শুনছি উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে। কিন্তু পরীক্ষায় আসলো দুর্ভিক্ষ! গত ১৪ বছর অনেক কষ্ট সহ্য করেছে এ দেশের মানুষ।

যখন বিএনপি ভালো থাকে না, তখন বাংলাদেশ খারাপ থাকে। গত ১৪ বছর বিএনপি ভালো ছিল না।
দেশের মানুষও ভালো ছিল না।

শনিবার কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে বিএনপির বিভাগীয় সমাবেশে নিজের বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা।

বিএনপি’র গত সাতটি সমাবেশের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ওরা নৌকা বন্ধ করে দেয়, বাস বন্ধ করে দেয়, কিন্তু জনগণকে আটকাতে পারে না। এদেশের মানুষ বন্দুকের নলকে ভয় পায় না। এই গণসমাবেশে গণজোয়ারই তার প্রমাণ।

এ সংসদ সদস্য বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছি, সাবধান হয়ে যান। আপনারা এ দেশেরই সন্তান। দেশের মানুষের দিকে বন্দুক তাক করবেন না।

এর আগে, বেলা ১১টায় গণসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনদিন আগে থেকেই চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার মানুষজন আসতে শুরু করেন। শুক্রবার রাতে ও শনিবার সকালে লোকারণ্য হয়ে ওঠে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102