ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ঘটনায় শনিবার (০৩ ডিসেম্বর) রাতে পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জুয়েল খান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলালসহ ২৯ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় আরও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (০২ ডিসেস্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার ফেরিঘাট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেন। এসময় তারা জীবন বাঁচাতে ট্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং হামলাকারীরা বোমা বিস্ফোরন করে পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল বলেন, এটা সম্পূর্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আমাদের কোনো নেতাকর্মী এ ধরণের হামলা করেনি
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান,আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।