রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

মনপুরায় অগ্নিকান্ডে বসত ঘড় পুরে ছাই।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

ভোলার মনপুরায় আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

গতকাল বুধবার (৫ মে) বিকেল ৩ টা ১৫ মিনিটে উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডের মৌলুভী আব্দুর রহিম’র বসত বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ঘরের বৃহৎ অংশ, আসবাবপত্র ও তৈজসপত্র পুড়ে গিয়ে অনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

ওই বাড়িতে থাকা অন্য ঘর ও সদস্যদের কোন ক্ষয়ক্ষতি না হলেও আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে টিনের সাথে কেটে ফায়ার সার্ভিস লিডারসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, ফায়ার সার্ভিস টিম লিডার মোঃ আব্দুল খালেক ও প্রতিবেশি মোঃ আক্তার হোসেন। এব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস টিম লিডার মোঃ আব্দুল খালেক বলেন, আমরা বিকেল সাড়ে ৩ টায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পুরো টিম নিয়ে দুটি ফাম্প মেশিনের সাহায্যে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102