বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

বরিশালে, সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রসাসকের মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বরিশালের নবাগত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, দিন পাল্টে গেছে। পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশালে ভালো কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটছে। পদ্মাসেতুর সুফল নিতে বড় বড় কলকারখানা মালিকরা এ অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নিয়েছেন। দেশের সঙ্গে বরিশালও এগিয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, একজন জেলা প্রশাসকের পক্ষে সব খবর পাওয়া সম্ভব নয়। গণমাধ্যম এক্ষেত্রে সহায়ক হতে পারে। এখানে ভাল কিছু করার চেষ্টা থাকবে। ছোটখাট বিষয় যদি এ্যাভোয়েট করে যান তাহলে ভাল হয়। আমি আগেও এখানে কাজ করে গেছি, বরিশালের মানুষকে ভাল লাগছে। তাই নারী নির্যাতন, মাদক, হয়রানিসহ সব কাজে গণমাধ্যমের সহযোগিতা চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ, বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য সোমবার নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন। এর আগের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে ২৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে টাঙ্গাইল জেলার প্রশাসক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102