মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

নেত্রকোনা কলমাকান্দায়, একটি তক্ষকসহ চার জনকে আটক করেছে বাংলাদেশের (বিজিবি)।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২


নেত্রকোনা কলমাকান্দায় একটি তক্ষকসহ চার জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের বটতলা এলাকায় সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কচুগড়া গ্রামের পিকতেরেসার ছেলে মিসায়েল রাংসা (৪৫), জেলা সদর উপজেলার বাইশদার গ্রামের মৃত সোনাহর শেখের ছেলে মো. স্বপন মিয়া (৫০), ঢাকার খিলক্ষেত এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. সালাউদ্দিন (৫০) ও আব্দুল হাফিজের ছেলে মো. নাসির উদ্দিন (৫৪)।

গোপন তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে জেলার কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের বটতলা এলাকায় সীমান্ত থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশাটি থেকে ৮ ইঞ্চি লম্বা আকৃতির একটি তক্ষক, নগদ টাকা জব্দ করাসহ ওই চারজনকে আটক করা হয়।

জব্দ করা হয় অটোরিকশাটিও। জব্দকৃত তক্ষক, সিএনজি, নগদ টাকা ও আটকদের কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102