রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

যশোরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২


যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কে একটি ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুমরে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও দুজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো পৌর এলাকার মোহনপুর কারিগর পাড়ার স্বর্ণ ব্যবসায়ী মোস্তাক হোসেনের ছেলে সিহাব হোসেন (১৪) ও তার খালাতো ভাই উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ আতাউল্লাহ (১৪)।তারা দুজনই উপজেলার বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হোসেন জানান, নিহত সিহাব হোসেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও নাহিদ আতাউল্লাহ একই বিদ্যালয় থেকে ৮ম শ্রণি পাশ করে মাছনা কওমি মাদ্রাসায় ভর্তি হয়।

স্বজনরা জানায়, নাহিদের ফুফু বাড়ি কাশিপুর থেকে বাড়ি ফেরার পথে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস ও মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102