রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২


আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির ১টি স্কুলের ৮টি কক্ষসহ মোট ৩২টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার কলতাসূতি মাজার রোড বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত বকসি আদর্শ পাবলিক স্কুলের পরিচালক জহিরুল ইসলাম বকসি জানান, রাত সাড়ে ১০টার দিকে স্কুলের পাশেই শাহাবুদ্দিন মাস্টারের মালিকানাধীন সিএনজি গ্যারেজ থেকে আগুন লাগে।

মুহূর্তের মধ্যেই আগুন গ্যারেজের পাশের টিনসেডের শ্রমিক কলোনি, দোকানপাট ও তার স্কুলে ছড়িয়ে পড়ে। আগুনে তার স্কুলের ৮টি কক্ষ, ১৫টি কম্পিউটার, পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, বইপত্রসহ সবকিছু পুড়ে গেছে।

শ্রমিক কলোনির মালিক শাহাবুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম জানান, তাদের টিনশেডের ১৬টি এবং সেমিপাকা ১টিসহ মোট ১৭টি কক্ষ পুড়ে গেছে।

এদিকে, ইঞ্জিনিয়ার মতিউর রহমানের মালিকানাধীন ভাড়া দেওয়া স্কুলের ৮টি কক্ষ, দোকান ও অন্যান্য ভাড়াটিয়াদেরসহ মোট ১৫টি কক্ষ পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102