ডির্ভোসের পর স্বামীর বিয়ের সংবাদে আত্মহত্যা করেছেন এক গৃহবধু। সোমবার বেলা সাড়ে ১১ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর ভাড়া বাসা থেকে গৃহবধু নাবিলা আক্তার মিতু (২৩) এর লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। মিতু ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ৩ আগে নাটরের ছেলে শাকিল হোসেনের সাথে প্রেম করে বিয়ে করেন উত্তর রহমতপুরের মৃত মোকসেদ চৌধুরীর মেয়ে মিতু আক্তার। বিয়ের পর মিতুকে নানা ভাবে নির্যাতন ও যৌতুক দাবী করে আসছিল শাকিল। এ ঘটনায় মিতু শাকিলের বিরুদ্ধে একটি যৌতুক মামলা করেন। এর মামলার জেরধরে সম্প্রতি মিতুকে ডিভোর্স দেন শাকিল। এবং বিয়ে করছেন বলে মিতুকে ফোনে জানান। মিতু এই বিয়ের সংবাদ শুনে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না লাগিয়ে আত্মহত্যা করেন।
বাড়িওয়ালা মুসা মুন্সি জানান, নাবিলা আক্তার মিতু প্রেম করে নাটোরের একটি ছেলেকে বিয়ে করেছিলো। সেই ছেলের সাথে ডিভোর্স হয়ে যায়। সেই থেকে সে ডিপ্রেশনে ভুগতেছিলো। বেশ কয়েকদিন যাবৎ আত্মহত্যার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে সে। রবিবার বিষয়টি নিয়ে খাদিজা বেগম ও মিতু এয়ারপোর্ট থানায় গিয়ে কথা বলেছে।
এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন বলেন, পারিবারিক কলোহর জের ধরে মিতু আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।