বরগুনার পাথরঘাটায় আগাছানাশক পান করে আশা মনি (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে কালমেঘা ইউনিয়নের কালীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশা মনি একই গ্রামের মো. ছগির হোসেনের মেয়ে।
জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায় আশা মনি। সকালে হঠাৎ শোবার ঘর থেকে শব্দ হলে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তাকে বিছানায় কাতরাতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠালে পথেই মৃত্যু হয় তার।
আশা মনির বাবা ছগির হোসেন বলেন, কি কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না।