বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদীর ভাঙ্গনের মুখে পরেছে পাতারহাট লঞ্চঘাট। এ লঞ্চঘাট এলাকায় আকস্মিক ধ্বসে দুইটি দোকান নদীতে পড়ে গেছে।
এছাড়া আরো একটি দোকান আংশিক ধ্বসে যাওয়াসহ পন্টুনে যাওয়া সিড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় কাউন্সিলর মো. মনির জমাদ্দার জানিয়েছেন। রোববার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মনির জমাদ্দার জানান, মাছকাটা নদীর তীরে লঞ্চ ঘাটটি অবস্থিত। নদীর লঞ্চ ঘাট এলাকায় বর্তমানে ড্রেজিং চলছে। ড্রেজিং করার কারনে গভীর রাতে আকস্মিকভাবে লঞ্চ ঘাট এলাকায় ধ্বসে আলম সরদার ও জাকির চৌকিদারের দোকান নদীতে পড়ে গেছে। গনি জমাদ্দারের দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। লঞ্চ ঘাটের পন্টুনে যাওয়ার সিড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। সিড়ির মেরামতের কাজ চলছে। তিনি আরো জানান, নদীতে পড়ে যাওয়া দোকান ও মালামাল উদ্ধার কাজ চলছে।
বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, মাছকাটা নদীর লঞ্চ ঘাটসহ মেহেন্দিগঞ্জের এলাকা ভাঙ্গন প্রবন। নদীর পানি বৃদ্ধি পেলেই ভাঙ্গন বেড়ে যায়। বর্তমানে পূর্নিমার জোয়ারের কারনে পানি বেড়ে যাওয়ায় ভাঙ্গনে দোকান পড়ে গেছে।
তিনি বলেন, নদীর তীর থেকে একশ ফুট দুরত্বে মাত্র ৬/৭ ফুট ড্রেজিং করা হয়। এতে ধ্বসের ঘটনা ঘটেনি।