শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা বরিশালের আয়োজনে দুই দিন ব্যাপী চিত্রপ্রদর্শনী, চিত্রাংকন, জয়নুল স্মারক চারুকলা সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার রাতে নগরীর অশ্বিনী কুমার হলে শেষ হয়েছে। শেষদিনে বিশিষ্ট ভাস্কর মনি মন্ডলের হাতে পুরস্কার তুলে দেন সম্মাননা পর্বের প্রধান অতিথি খুলনার ভারতীয় সহকারী হাইকমিশনার মি ইন্দ্রজিৎ সাগর।
এসময় তিনি বলেন’ ভারত বাংলাদেশের সংস্কৃতি একই’
তিনি অভিভাবকদের’ লেখাপড়া ও সংস্কৃতিতে বিনিয়োগের আহবান জানান।
পরে চিত্রাংকনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এই পর্বের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন শুধুমাত্র পড়ালেখা দিয়ে সবক্ষেত্রে সফল হওয়া যায়না । তিনি এজন্য সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান। তিনি চিত্রাংকনে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।
পরে তিনি ঘুরে ঘুরে প্রদর্শনী ঘুরে দেখেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আ্বদুল্লাহ দুই দিন ব্যাপী ‘ জয়নুলের বাংলা’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে, জল রং, প্যাষ্টেল ও পেন্সিল মাধ্যমে ৪০ শিল্পীর ৪৩ ছবি স্থান পায়। দুই দিনের প্রদর্শনী ছাড়াও বিভিন্ন নাচ, গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন পরিবেশিত হয়।