রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :

শৈতপ্রবাহে পর্যটক কমেছে কুয়াকাটায়।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড শীতের কারণে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কমেছে পর্যটকের উপস্থিতি। খাবার হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাটে নেই ক্রেতার চাপ। অনেকটাই বেকার সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।

পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন বছরের শুরু থেকেই পর্যটক কমতে শুরু করেছে। প্রচণ্ড শীতে মানুষ প্রয়োজন ছাড়া তেমন ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে কমেছে পর্যটকের সংখ্যা।

এদিকে এমন পরিস্থিতিতে পর্যটকদের টানতে বিভিন্ন হোটেল মোটেলে চলছে লোভনীয় সব অফার। সরকারি অফিস খোলার দিন রোববার থেকে বুধবার পর্যন্ত কক্ষ ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের অফার ছিল।

ট্যুর অপারেটর ও গাইড বাচ্চু মিয়া বলেন, শীতের জন্য পর্যটক উপস্থিতি কম। তবে সরকারি ছুটির দিনে পর্যটক বাড়লেও এ সপ্তাহে শীতের কারণে তেমন পর্যটক নেই। তবে পর্যটকদের দৃষ্টি আকর্ষণে সল্প মূল্যে আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আছে। সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোনো কোনো হোটেল-রিসোর্ট।

পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাহাত হোসেন বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪.০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে হিমেল হাওয়া বয়ে চলায় অনেকটা বেশি শীত অনুভূত হচ্ছে। আরও দুই/তিনদিন শৈত্যপ্রবাহ থাকতে পারে।

তবে, আবহাওয়া স্বাভাবিক হলে আবার কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক আসবেন, এমন প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102