বরিশালে, সাগরদি আমতলার মোড়ে, মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডেড এর সাথে ধাক্কা লেগে বিকাশ সাহা নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১১ঃ৩০ দিকে বরিশাল সাগরদি আমতলার মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত বিকাশ সাহাকে স্থানীয়রা ও তার সাথে থাকা লোকজন শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহত ব্যাক্তি বরিশাল হাটখোলা, সার পট্টি এলাকাতে তার বড় ভাই, ভাইয়ের বৌ ও মায়ের সাথে থাকতেন। তিনি কাটপট্টি রেমন্ড এর, শো-রুমে চাকরি করতেন। বিকাশ সাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পরে।
আমতলা কর্তব্যরত সার্জেন্ট জানান,খালি রাস্তাতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তার মাঝে থাকা ডিভাইডেড’র সাথে ধাক্কা লাগে, তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। মূহুর্তের মধ্যে নিহত ব্যাক্তি রাস্তায় লুটিয়ে পরেন।
এ সময় সার্জেন্ট ও পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে শেবাচিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক চেকআপ করে বিকাশ সাহাকে মৃত ঘোষনা করেন।
আজ দুপুর ১ঃ৩০ মিঃ তার মরদেহ, বরিশাল মহাশ্মশানে দাহ করা হয়। সেখানে তার, আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও বন্ধু সজন উপস্থিত ছিলেন।