মোর বুকটা ফাইট্টা যায়, মোর পোলা দুইডা কই আছে। সবাই আয়-যায় মোর বাবারা আয়না। ঘরের খাটে মুরছা যায় আর বুকে থাপ্পর মেরে আকুতি করছে নিখোঁজ জেলে ইউসুফ বেপারীর পারুল বেগম ও বাইজিদ বেপারীর মা পারভীন বেগম।
নিখোঁজ জেলেরা হলেন, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম বেপারির ছেলে ইউসুফ বেপারি (২৩) ও আমিন বেপারির ছেলে বাইজিদ বেপারী (১৭)।
এর আগে বুধবার (৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্ষিদিয়া লাচি এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। চারদিনেও দুই ভাইয়ের খোজ না পাওয়ায় বাড়িতে চলছে আহাজারি।
রোববার (৮ জানুয়ারি) সরেজমিন নিখোঁজ জেলেদের বাড়ি গিয়ে দেখা যায়, উঠান ভরা মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশিরা আসছেন। অনেকে বাবা-মাকে শান্তনা দিচ্ছেন।