চার বন্ধুর সহযোগিতায় ইটখোলায় গৃহবধূকে ধর্ষণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার বন্ধুর সহযোগিতায় এক গৃহবধূকে পরিত্যক্ত একটি ইটখোলায় ধর্ষণ করার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফতুল্লার বক্তাবলী হাজীপাড়া এলাকায় পরিত্যক্ত একতা ইটখোলার সামনে পৌঁছলে স্থানীয় কবির, দেলোয়ার হোসেন, মঞ্জু, আলমগীর ও জালাল গৃহবধূকে (৩২) একা পেয়ে পথরোধ করে। এরপর গৃহবধূকে মুখ চেপে ধরে একতা ইটখোলার পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে নিয়ে যায়। সেখানে চারজনের সহযোগিতায় কবির গৃহবধূকে ধর্ষণ করে।
ধর্ষণ শেষে দেলোয়ার হোসেন গৃহবধূর গলা থেকে আট আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর গৃহবধূকে ইটখোলা থেকে বের করে দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।