বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

দই-চিড়ার মূল্য বেশী রাখা কে কেন্দ্র করে বাদানুবাদ থেকে মারধরের ঘটনা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

পণ্যের মূল্য বেশী রাখা কে কেন্দ্র করে বাদানুবাদ থেকে মারধরের ঘটনা নিয়ে ছড়িয়ে পড়া সামপ্রদায়িক ঘটনায় একদল উত্তেজিত জনতা নগরীর লঞ্চঘাট সংলগ্ন একটি মিস্টির দোকানের সাইনবোর্ড ভাংচুর করে।

তারা বিক্ষোভ মিছিল করে কোতয়ালী থানায় সমাবেশ বিক্ষোভ করে অভিযুক্তর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। এই ঘটনায় পুলিশ বরিশাল নগরীতে সতর্ক অবস্থায় রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার, দক্ষিন ,আলী আশরাফ ভুইয়া জানান আগের দিন দই চিড়ার দাম চল্লিশ টাকা রাখায় আজকে দুপুরে প্রতিবাদ জানান সোহেল ঢালী নামে এক যুবক। এই নিয়ে যুবক ও তার সঙ্গীদের সাথে কথা কাটাকাটি হয়। লঞ্চঘাট সংলগ্ন মিস্টির দোকান ‘ ঘোষ মিস্টান্ন ভান্ডার’ এর ম্যানেজার ভানু লাল সাহার সাথে।

এই ঘটনায় সাম্প্রদায়িক রুপ নিলে উত্তেজিত জনতা দোকানে আক্রমন ও অভিযুক্তকে মারধোরের চেষ্টা করলে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ কাস্টডিতে রাখে। এখন ভিকটিম যদি এই বিষয়ে লিখিত অভিযোগ করে তবে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে’

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান,এসময় উপস্থিত উত্তেজিত জনতা ‘হিন্দু হয়ে মুসলমানের দাড়ি ছিড়ে ফেলেছে’ প্রচার করে।

এই সময়ে বেশ কয়েকজন ফেইসবুক লাইভে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ালে মুহুর্তে শত শত লোক লঞ্চঘাটের সামনের দোকানে উপস্থিত হয়ে প্রথমে সাইনবোর্ড ভাংচুর করে। তারা দোকান থেকে অভিযুক্তকেও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ দ্রুত অভিযুক্তকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে গেলে, উত্তেজিত জনতা থানা ঘেরাও করে অভিযুক্তর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে। পরে পুলিশ এক পর্যায়ে উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

অভিযোগকারী যুবক সোহেল ঢালী জানান আগের দিন দই চিড়া ৪০ টাকা রাখা হয়েছে কেন, এই প্রশ্ন করলে দোকানের ম্যানেজার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

বরিশাল মিস্টান্ন ব্যবসায়ী সমিতির সভাপতি বিশু ঘোষ জানান ম্যানেজার ভানুলাল সাহার সাথে খাবারের দাম নিয়ে কথা কাটাকাটি থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে।

পুলিশ কমিশনার জানান, আমরা সতর্ক আছি, কোন ভাবেই পরিস্থিতি কে অবনতিশীল করতে দেয়া যাবে না।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু বলেন এই ঘটনায় সাম্প্রদায়িক শক্তি পরিস্থিতিকে অবনতিশীল করতে চায়, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102