বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সর্বমোট ৮৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে নির্বাচন উপ-পরিষদের আহবায়ক সৈয়দ গোলাম মাসউদ বাবলু সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।

নির্বাচন উপ-পরিষদের আহবায়ক জানান, ঘোষিত তফসিলে আগামী ২২ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামী ২৪ জানুয়ারি দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে । ২৫ জানুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৯ জানুয়ারী দুপুর ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ জানুয়ারি দুপুর ২টায় নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তবে দুপুর ১টা থেকে ৩০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকবে।

তফসিল ঘোষণাকালে নির্বাচন উপ-পরিষদের সদস্য সচিব এ্যাড. কাইয়ুম খান কায়সার বলেন, সমিতির গঠনতন্ত্রের ২০ এর ক, খ, গ ও ঘ ধারায় উল্লেখিত নির্বাচনী আচরণবিধি অবশ্যই প্রার্থীদের মেনে চলতে হবে। প্যানেল ভিত্তিক নির্বাচন করা যাবে না। নির্বাচনে কোন প্রকার পোষ্টার, প্রচারপত্র, প্লাকার্ড, মাইক্রোফোন, মিছিল, হাতাতালী বা শব্দ সহকারে শ্লোগানের মাধ্যমে প্রচার কাজ করা যাবে না।

নির্বাচন চলাকালে কোন অবস্থায় বুথে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার করা যাবে না। ভোটার ব্যতিত কেউ ভোট কক্ষে অনধিকার প্রবেশ করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারবে না। কোন প্রার্থীর পক্ষে কোন এজেন্ট নিয়োগ করা যাবে না। প্রার্থীরা কোন প্যানেল পরিচিতি সভাও করতে পারবেন না। এসব আইন অমান্য হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেয়া হয় তফসিল ঘোষণা অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102