বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালে এক সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার নারী কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। তিনি নগরীর ২১নং ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডের মাসুম ভিলায় ভাড়াটিয়া।
মামলায় অভিযুক্ত সাগর হাওলাদার (১৮) ঝালকাঠির নলছিটি উপজেলার ৩নং কুলকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আঃ রহমান মাহবুবের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত সাগরের বোনের বাসা ভুক্তভুগী নারীর পার্শ্ববর্তী। এই সুবাদে সেখানে প্রায়ই আসা যাওয়া করতো সাগর। ঐ নারীর সাথে পরিচয়ের এক পর্যায়ে সাগর তাকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ২৪ ডিসেম্বর রাতে সাগর ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষন করার পর বিয়ে করতে অস্বীকার করায় অভিযুক্তের বিচারের দাবী জানিয়ে শনিবার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল-বারী জানান, মামলা দায়ের করা হয়েছে। এরপরই অভিযুক্ত সাগর হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তাকে কারাগারে প্রেরণ করেন।