আশুলিয়ায় পরকীয়ার জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী সুবর্ণা আক্তারের (২০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী জনিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া জনি জামালপুর জেলার সদর থানার কলাবাধা গ্রামের মো. জিয়াউল মিয়ার ছেলে, স্ত্রী সুবর্ণা একই জেলার সরিষাবাড়ী থানার আদরাচর গ্রামের সুজন মিয়ার মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে স্বামী জনি ও স্ত্রী সুবর্ণার মধ্যে স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে জনি লাঠি দিয়ে সুবর্ণার মাথায় জোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুবর্ণা নিহত হন।
পুলিশ জানিয়েছে, সুবর্ণার স্বামী পোশাক শ্রমিক। সুবর্ণা বাসায় থাকত। স্বামীর অনুপস্থিতিতে সুবর্ণা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রতিবাদ করলেও সে তা শুনতো না। এ বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
শুক্রবার রাতে এ ঘটনা নিয়ে ঝগড়ার একপর্যায়ে জনি লাঠি দিয়ে সুবর্ণার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক শাহিন আহমেদ নয়ন জানান, নিহতের লাশ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় হত্যাকারী জনিকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।