শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
প্রধান সংবাদ :

মানুষ তো মানুষের জন্য -এ্যাড.বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মীরাই শীত সহ যেকোন দুর্যোগ-দু:সময়ে এ দেশের মানুষের পাশে থাকে। তিনি দেশের অসহায় জনগোষ্ঠীর জন্য আশ্রয়নের ঘর, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, বিধাবা ভাতা, করোনা কালীন সময় জনগণের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিয়েছে। মানুষ তো মানুষের জন্য। একজনের দুর্যোগ-দুর্ভোগে অন্যজন এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তাই আমাদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। সুবিধা বঞ্চিতের কল্যাণের কথা চিন্তা করে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন রবিবার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ২০০০ (দুই হাজার) সুবিধা বঞ্চিতের মাঝে ভালো মানের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, যে কোন বিপদ বা দুর্যোগ এলে আমাদের দায়িত্ব বেড়ে যায়। শীত এলেও এমন দায়িত্ব বোধ নাড়া দেয়। এ সময় শীতার্তরা শুধু আমাদের দিকে চেয়ে থাকে। তাদের চেয়ে থাকা মুখে আমরা হাঁসি ফুটাতে পারি শীতবস্ত্র সরবরাহের মধ্য দিয়ে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সম্পন্ন মানুষ পাশে দাঁড়াবে এমনটিও প্রত্যাশিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102