বছরের প্রথম দিন প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেওয়ার কথা থাকলেও ১৬দিনেও বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রথম, দ্বিতীয় শ্রেনীর তিনটি বিষয় বই এখনও পায়নি।
তবে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা বই পেলেও প্রথম শ্রেনীর গনিত ও দ্বিতীয় শ্রেনীর বাংলা ও গনিত শিক্ষাথীরা বছরের ১৬দিন অতিবাহিত হলেও এই তিন বিষয়ের বই এখন পর্যন্ত না পাওয়ায় ক্ষুদ্ধ অভিভাবকরা।
বাবুগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রোমাঞ্চ আহম্মেদ জানিয়েছেন সময়মতো সব বই অফিসে না পৌছায় বছরের প্রথম দিন সব শ্রেনীর শিক্ষার্থীদের নতুন বই দেওয়া সম্ভব হয়নি। তবে অল্প সময়ের মধ্যে সব শিক্ষার্থীরা নতুন বই পাবে।