বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের দাতা জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির মা মাজেদা বেগমের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক সচিব প্রফেসর মো. মোতালেব হাওলাদার। প্রধান আলোচক ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কাসেম এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকলেচুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন, সহকারী অধ্যাপক সানজিদা শাহনেওয়াজ, প্রভাষক পিযুষ বন্ধোপাধ্যায়, সহকারী অধ্যাপক শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবা হোসেন চৌধুরী।
এ সময় কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় কোরআনখানি, দোয়া ও মোনাজাতে মাজেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করা হয়।