সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
প্রধান সংবাদ :

পদ্মা সেতুর উদ্বোধন স্বরনে ১০০ টাকার স্মারক মূদ্রা দাম ৫০০০ টাকা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে।

রোববার (২২ জানুয়ারি) থেকে স্মারক রৌপ্য মুদ্রাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।
১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাস বিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির এবং ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম।

স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু এবং নিচের ভাগে বাংলাদেশ ব্যাংক, মূল্যমান ১০০ ও একশত টাকা অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত।

স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মা সেতুর একটি ছবি এবং সেতুর উপরে Padma Bridge- The Symbol of national pride ও One Hundred Taka এবং মুদ্রণ সাল ২০২২ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102