নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছচাপায় নাজমুল হাসান রেদোয়ান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত নাজমুল হাসান রেদোয়ান উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামেশ্বপুর গ্রামের দানেশ মুন্সিবাড়ির ইয়াকুব আলী দুলালের ছেলে এবং স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামেশ্বপুর গ্রামের দানেশ মুন্সিবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেদোয়ান দুপুরে খাবার শেষে খেলাধুলা করার জন্য বাড়ির পাশে স্কুল মাঠের উদ্দেশে রওনা দেয়। ওই সময় তার চাচা নূর নবীর ঘরের উঠানের কোণে একটি বড় কড়ইগাছ কাটার কাজ চলছিল। বাড়ি থেকে বের হওয়ার পথে কড়ইগাছটি রেদোয়ানের ওপর পড়লে গাছের চাপায় সে ঘটনাস্থলে মারা যায়।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।