ভোলা চরফ্যাশন মহাসড়কের বাংলাবাজার জয়নগর টেকনিকেল এর কাছে আলম মেম্বারের বাড়ীর দরজায় যাত্রি নিয়ে চরফ্যাশন যাওয়ার পথে একটি বাস খাদে পরে প্রায় শতাধিক যাত্রী আহত হন।
এখনো নিহতের কোনো খবর পাওয়া যায়নি। যাত্রিদের অনেকেই ভিতরে আটকা পরে আছেন উদ্ধার কাজ চলমান রয়েছ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীগন।