রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
প্রধান সংবাদ :

প্রধানমন্ত্রী তরুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কাজ করছেনঃ শামীম ওসমান।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান।

শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সব ধর্মের শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, তোমরা ধর্মটাকে সম্মান কর। ধর্ম নিয়ে লেখাপড়া করো। পৃথিবীতে একটাই সত্য- আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। যে সন্তানের ওপর বাবা-মায়ের দোয়া থাকে, সে সন্তান কোনো দিন কখনো কোনো কিছুতে আটকায় না।

তিনি আরও বলেন, আমি তোমাদের একটা কথাই বলব- তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হয়ে দেশের জন্য একটা হলেও ভালো কাজ করো। তোমার ক্লাসের সবচেয়ে নিরীহ ছেলেটিও যেন তোমার সঙ্গে মিশতে পারে, তোমাকে এমন ভাবে চলতে হবে।

আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, যাদের মা-বাবা আছে, চেষ্টা করো ছোট ছোট জিনিস দিয়ে হলেও তাদেরকে খুশি রাখতে। এটাই হবে তোমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াসিন মিয়ার সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আনোয়ার ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক আবুল, মো. ফজলুল হক, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাঈদুর রহমান, রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব মো. খায়রুল হাসান ও সদস্য সায়েদ হোসেন মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © 2019 southbengalnews
themesba-lates1749691102