ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে নিহার রঞ্জন রায় (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সরকারি রাজেন্দ্র কলেজে এলএলবি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রঞ্জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আবদুল হালিম বলেন, সকালে এলএলবি পরীক্ষা চলাকালীন সময়ে রঞ্জন রায় নিজেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন হল পরিদর্শন করতে চান।
পরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে জানতে পারি তিনি একজন ভূয়া ও প্রতারক।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে পরীক্ষার হল থেকে পরীক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল নিয়ে পালিয়ে যেতেন রঞ্জন।